বগুড়া সহ উত্তর বঙ্গের সেরা ডেন্টাল ক্লিনিক

দাঁত তোলা (Tooth Extraction)

Teeth removval

দাঁত তোলার খরচ যেসব বিষয়ের উপর নির্ভরশীল

আসসালামু আলাইকুম

দাঁত উঠানো বা তোলার খরচ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে,,,

১.সামনের দাঁত নাকি পেছনের দাঁত উঠানো হবে

২.দাঁত নড়ছে কিনা

৩.যে দাঁত তোলা হবে সেই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা আছে কিনা

৪.আক্কেল বা মাড়ির দাঁত কি না এবং সেই দাঁতের পজিশন কেমন বা কোন এ্যঙ্গেলে আছে,, ,?

৫.আক্কেল দাঁত যদি নার্ভের কাছাকাছি থাকে সেইক্ষেত্রে সার্জারির মাধ্যমে তুলতে হয় নয়তো নার্ভ টিয়ারিং হয়ে মুখ প্যারালাইজড হয়ে যেতে পারে

৫.দাঁত তোলার পর সেই দাঁতে সেলাই লাগবে কিনা


এতগুলি বিষয়ের উপর খরচ নির্ভর করে,, সুতরাং পেশেন্টকে সরাসরি দেখে,, ট্রিটমেন্ট প্লান ও আলোচনা সাপেক্ষে চিকিৎসা ও চিকিৎসার খরচ নির্ধারণ করা হয়ে থাকে, সর্বনিম্ন ৫০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে

  • বাচ্চাদের দাঁত তোলার খরচঃ ৫০০-১০০০ টাকা
  • স্থায়ী (বড়দের) নড়া দাঁত বা ভাঙ্গা দাঁত খরচ ৫০০-১৫০০ টাকা।
  • রুট ক্যানেল করা দাঁত উঠানো ১৫০০-২০০০ টাকা
  • আক্কেল দাঁত সার্জারী প্রয়োজন না হলেঃ ২,০০০-৪,০০০ টাকা।
  • আক্কেল দাঁত সার্জারী প্রয়োজন হলেঃ ৫,০০০-১০,০০০ টাকা।

নানা কারণে একটা-দুটো দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন কিশোর বয়সে বা অনেক সময় প্রাপ্তবয়স্কদের আক্কেলদাঁত ফেলতে হয়। অত্যধিক ক্ষয়, সংক্রমণের কারণে দাঁত তোলার প্রয়োজন হতে পারে।

দাঁত তোলার আগে করণীয়

  • দাঁতের এক্স-রে সঙ্গে নিন।
  • আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তবে তা দন্তচিকিৎসককে জানান। 
  • আপনি যদি কোনো ওষুধ সেবন করে থাকেন, তবে তা দন্তচিকিৎসককে জানান। 
  • দাঁত তোলার আগের রাতে ভালো করে ঘুমান। 
  • দাঁত তোলার দিন সকালে হালকা কিছু খান।
  • দাঁত তোলার দিন কাউকে সঙ্গে নিয়ে যান।

দাঁত তোলার পর করণীয়

  • দাঁত তোলার পরের এক ঘণ্টা গজ বা তুলা কামড় দিয়ে রাখুন। 
  • দাঁতের ক্ষত শুকিয়ে যাওয়ার আগে শক্ত খাবার খাবেন না।
  • দাঁতের ক্ষত থেকে রক্তপাত হলে গজ বা তুলা দিয়ে চেপে ধরুন।
  • দাঁতের ক্ষত থেকে পুঁজ বা রক্ত বের হলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • দাঁত তোলার পরের কয়েক দিন মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকুন।

দাঁত তোলার পর সেই জায়গায় নতুন দাঁত রিপ্লেস না করলে যে ভয়ংকর ক্ষতি হতে পারে

কোন কোন ক্ষেত্রে আমরা দাঁত তুলে ফেলি / ভাঙ্গা বা নষ্ট দাঁত মুখের ভেতরে থাকলে যে ভয়ংকর ক্ষতি হতে পারে ভিডিওতে বিস্তারিত দেখুন



phonePhonewhatsappWhatsApp
clinicTreatmentsMapAddress